মঙ্গলবার, ৬ মে ২০২৫, সকাল ৭:২২ সময়
গাজীপুরে NCP নেতার উপর হামলায় ঘটনায় সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে নিরীহ নিরপরাধ মানুষ যেনো গ্রপ্তার না হয়
আশিকুর রহমান আশিক,গাজীপুর থেকে:
সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে অনেক নিরীহ মানুষকে আটক করা হচ্ছে,এমন অভিযোগ তুলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটির উত্তরাঞ্চলীয় সংগঠক আবদুল্লাহ মাহীম।
গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চৌরাস্তা এলাকায় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় আটক ও মামলা প্রসঙ্গে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ করেন।
সাক্ষাৎকারে এনসিপির এই নেতা আরও জানান, হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় গাজীপুরের এনসিপি নেতা খন্দকার আলামিন বাদী হয়ে গাজীপুর মহানগরের বাসন থানায় প্রায় শতাধিক ব্যক্তিকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, “হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় ইতোমধ্যেই ৫৪ জনকে আটক করেছে পুলিশ। বেশি সংখ্যা দেখানোর জন্য অনেক নিরীহ মানুষকেও আটক করা হয়েছে—এমন খবর পেয়েই আমি বাসন থানায় এসেছি। আমরা খোঁজ নিচ্ছি, কোনো নিরীহ মানুষকে হয়রানি বা মিথ্যা আসামি করা হচ্ছে কি না। এ বিষয়ে আমরা পুলিশ কমিশনারকে অবহিত করছি। আমরা চাই, যারা প্রকৃতভাবে ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হোক। সাধারণ মানুষকে ঘর থেকে ধরে এনে হয়রানি করা যেন না হয়, সে বিষয়ে আমরা সতর্কতা চাচ্ছি।
তিনি বলেন, “গাজীপুরের প্রশাসন কি কেবল ফুটেজবাজি করতে আসে,নাকি বাস্তবেই কাজ করে সেটি আমরা এখন দেখতে চাই।